ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. রুপসানা বেগম (২৫) নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়রা প্রথম তার মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত কয়েকদিন ধরে রুপসানা বেগম অসুস্থ ছিলেন। স্বামী শহিদুল ইসলাম স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা করাচ্ছিলেন বলে দাবি করেছেন। তবে ঘটনায় ওঠে বিভিন্ন প্রশ্ন।
অপরদিকে, রুপসানার বাবার বাড়ির স্বজনরা অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েটি স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। বিষয়টি একাধিকবার পারিবারিক সালিশে আলোচনা হলেও নির্যাতনের মাত্রা কমেনি বরং আরও বেড়েছে।
মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতনের জেরে রুপসানা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে।
এ ঘটনায় গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, দাম্পত্য কলহ ও ঝগড়া প্রায়ই শোনা যেত। তবে মৃত্যুর ঘটনার দিন ভোর থেকে ঘরে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করা যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক সাংবাদিকদের জানান,
“পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে রুপসানাকে হত্যা করা হয়েছে। অভিযোগ লিখিত আকারে পেলে আইন অনুযায়ী যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানার মাধ্যমে জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও আলোচনা চলছে। অনেকে রুপসানার দীর্ঘদিনের নির্যাতনের বিচার দাবি করেছেন।